পুরভোটের আগেই রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল।
পুরভোটের আগেই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করা হলো।জনস্বার্থ কারিগরি দফতরের সঙ্গে আরো একটি দায়িত্ব বাড়লো পুলক রায়ের।সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে পঞ্চায়েত মন্ত্রীর পদে নতুন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়।অর্থাৎ জনস্বার্থ কারিগরি দপ্তরের পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব পালন করবেন পুলক রায়।জল সম্পদ উন্নয়ন দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব পালন করবেন মানস ভুঁইয়া।ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী অসুস্থ সাধন পাণ্ডের পদে মানস ভুঁইয়া। অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে থাকবেন অমিত মিত্র। শিল্প বাণিজ্যের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়।অপরদিকে, পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট।
