পুরভোটে তৃণমূলের জয়জয়কার।

২৭ শে ফেব্রুয়ারি ছিল ১০৮টি পুরসভার পুরো নির্বাচন। সেই পৌর নির্বাচনের ২ রা মার্চ এদিন ভোট গণনা ছিল।২০ জেলার ১০৮টি পুরসভার ভোট গণনা। সকাল আটটা থেকে শুরু হয় এই ভোট গণনা। সর্বনিম্ন ২ রাউন্ড থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত ভোট গণনা চলে। এই ভোটের ফলাফলে কার্যত তৃণমূলের জয়জয়কার।সবুজ ঝড়ে মেতেছে গোটা রাজ্য‌।১০৮ টির মধ্যে ১০৭টি পুরসভার ভোট গণনা ছিল। দিনহাটা পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল।অপরদিকে ১০৭টি পুরসভার মধ্যে ১০২ টি পুরসভা তৃণমূলের দখলে, ১টি পুরসভা অর্থাৎ নদিয়ার তাহেরপুর পৌরসভা বামেদের দখলে, একটি পুরসভা নির্দলের দখলে এবং দার্জিলিং পৌরসভা কার্যত তৃণমূল দখল নিতে পারল না। তিনটি পৌরসভা দখল করল হামরো পার্টি। বলাবাহুল্য, দার্জিলিং পুরসভা হামরো পার্টি দখলে। টুইটারে শুভেচ্ছা বার্তা মমতা ব্যানার্জির।পাঁচটি পুরসভা যথাক্রমে দার্জিলিং, তাহেরপুর ,চাঁপদানী, এগরা এবং বেলডাঙ্গা পুরসভা দখলে ব্যর্থ তৃণমূল কংগ্রেস। সবুজ ঝড় অর্জুন-গড় এবং শুভেন্দু-গড়ে ।ভাটপাড়া পৌরসভা এবং কাঁথি পৌরসভায় ফুটলো ঘাসফুল। কার্যত এই ফলাফলের পরে বিজয় মিছিল তৃণমূলের কর্মী সমর্থকদের। অকাল হোলি খেললো তৃণমূল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =