পুরভোট বাতিলের আর্জি জানিয়ে চন্দননগরে পড়লো পোস্টার

পুরভোট বাতিলের আর্জি জানিয়ে চন্দননগরে পড়লো পোস্টার

” করোনার প্রকোপ থেকে চন্দননগর কে বাঁচাতে বন্ধ হোক অকাল পুরভোট” এই লেখা দিয়ে পোষ্টার পরল চন্দননগরের বিভিন্ন প্রান্তে । সোমবার সকালে চন্দননগর নাগরিক বৃন্দের নাম করে এই পোষ্টার শহরের বিভিন্ন দেওয়ালে দেখতে পাওয়া যায়। যা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর তৈরি হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। বামফ্রন্ট দাবি করছে বিজেপি এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের পোস্ট শহরের দেওয়ালে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ বলেছেন এই সময় করোনা আবহাওয়া মধ্যে ভোট না করাই ভালো, তারা এই লেখাকে সমর্থন করছেন। অন্যদিকে বিজেপি র বক্তব্য তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে তাদেরই কোন গোষ্ঠী এই পোস্টটা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 12 =