পুরশুড়ায় একটি পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য আরামবাগ মহকুমাজুড়ে।
আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পাশেই দেওয়ালে রাজনৈতিক নেতাদের নাম করে একটি পোস্টার পড়েছে। সেই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।পোস্টারে লেখা আছে,”মে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভার প্রার্থী পদের লোভে লড়াই চলছে ধনিয়া খালির বিধায়ক অসীমা পাত্র বনাম গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের বাহিনীর মধ্যে।এরা নিজেদের নিজেদেরকে সাংসদ মনে করে ২০২২ সাল থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত এলাকায় এবং মানস মজুমদার ও অসীমা পাত্র বালি মাফিয়াদের সাথে হাত মিলিয়ে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করেছে। আর তাতে পূর্ণ সহযোগিতা করছে জেলা তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ যাদব,স্নেহাশিস চক্রবর্তী ও আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায়।”
আর এই পোস্টার পড়েছে আরামবাগ নাগরিকবৃন্দের তরফ থেকে।যদিও তৃণমূলের দাবি,বিরোধীদের চক্রান্ত।বিরোধীদের বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
