পুরসভার উদাসীনতায় শান্তিপুর পৌরসভার জল পরিষেবার গাড়ি এবং শ্মশানে যাওয়ার প্রধান রাস্তা আটকে, বিক্ষোভ এলাকাবাসীর

পুরসভার উদাসীনতায় শান্তিপুর পৌরসভার জল পরিষেবার গাড়ি এবং শ্মশানে যাওয়ার প্রধান রাস্তা আটকে, বিক্ষোভ এলাকাবাসীর

নদীয়া:-শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ড এবং ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে মতিগঞ্জ থেকে শ্মশান ঘাট যাওয়ার প্রধান রাস্তা রাজা রামমোহন রায় রোডে পৌরসভার জরুরী কালীন পরিষেবা জলের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে দীর্ঘ এক ঘন্টা ধরে বিক্ষোভ চালান এলাকাবাসী। এলাকাবাসীর দাবি রাস্তার ওপর জগন্নাথ দেবের মন্দিরের একাংশ ক্রমাগত ক্ষতি হচ্ছে উল্টোদিকে থাকা একটি বটগাছের ক্রমশ রাস্তার দিকে এগিয়ে আসার কারণে। শবদেহের গাড়ি হোক বা সাধারণ মানুষের গাড়ি কালের জন্য মন্দির ঘেসে যাতায়াতে অভ্যস্ত হয়ে পড়েছে, মন্দিরে পুজো দিতে আসা ভক্তবৃন্দ এবং সংলগ্ন এলাকায় খেলা করা স্থানীয় শিশুদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে ক্রমশ।
একাধিকবার এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি ফল, তাই বাধ্য হয়েই আজ তাদের এই বিক্ষোভ। এলাকা বাসীর পক্ষ থেকে জানানো হয় গতকালকেও ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক নিজে এসে দেখে গিয়েছেন, বলেগেছেন এই মুহূর্তে ঐ গাছের ডালকাটতে ৪০০০ টাকা এই মুহূর্তে পৌরসভার কাছে নেই। আর এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান স্থানে উপস্থিত হয়ে সকলের সামনে কথা দিলে তবেই ওঠানো হবে বিক্ষোভ। যদিও দু ঘন্টা অতিক্রান্ত হলেও কাউকেই উপস্থিত হতে দেখা যায়নি। তবে রাস্তার এক পাশর 16 নম্বর ওয়ার্ডের মন্দির অবস্থিত হলেও, ২৪ নম্বর ওয়ার্ডের ওই গাছটি পড়ছে। তাই কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা, আগামী কালের মধ্যে ওই ডাল কাটার দায়ীত্ব নিলে বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে সরে আসেন আপাতত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 2 =