পুরসভা অভিযান, সিপিএম কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, গ্রেফতার ১সিপিএম কর্মী।
বুধবার রাতে দুর্গাপুরের ২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খয়রাশোল গ্রামে সিপিএম কর্মীদের বাড়িতে পুলিশ তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের। গভীর রাতে দুর্গাপুর পুরসভায় ঘেরাও অভিযানে আহত হন ডিসি ট্রাফিক আনন্দ রায়। সেই কারণেই রাতের বেলা পুলিশ সিপিএমের এক সমর্থক রমেশ প্রামানিক এবং তার বাবা বীরেন প্রামানিককে থানায় আটক করে।পরে রমেশের বাবা বীরেন প্রামানিককে ছেড়ে দেওয়া হয়।সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন, বিনা কারণে মহিলা পুলিশ ছাড়া পুলিশ তাদের কর্মী সমর্থকদের পরিবারের মানুষকে রাতের বেলা থানায় নিয়ে গেছেন।সেই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে তারা মামলা করবেন বলেও হুমকি দেন।
