পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করার অভিযোগে আন্তরাজ্য ২ দুষ্কৃতিকে গ্রেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া শহরে হোটেল ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই করতো এই চক্রটি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি জাল নোট। বেশ কিছদিন হলো পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘুরে বিভিন্ন মহিলাদের শরীরে সোনার গয়না দেখে পুলিশের পরিচয় দিয়ে পরামর্শ দিতো এই ছিনতাই বাজরা। সেই গয়না প্যাকেট করে দেওয়ার ভান করে অন্য নকল গয়না প্যাকেট করে দিয়ে চম্পট দিতো এই দুষ্কৃতীরা। মূলত বয়স্ক মহিলাদের টার্গেট করতো এই চক্রটি, বিশেষ করে সকাল বেলায় প্রাত ভ্রমণ বেড়িয়ে মহিলারা এই ধরনের ছিনতাইবাজদের মুখে পরে সোনার গয়না খোয়েতে হতো। এই চক্রের আরো ৩ সদস্যের খোঁজ পেয়ে ঝাড়খণ্ড পুলিশকে সতর্ক করা হয়, সেখানেই ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করে জামশেদপুর থানার পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হবে।
Home Uncategorized