পুর্ব মেদিনীপুরে হনুমানের কামড়ে আহত ৩০,আতঙ্ক এলাকায়

হনুমানের কামড়ে আহত ৩০। চারটি স্কুল বন্ধ, বন্ধ দোকানপাট, এলাকায় অঘোষিত বন্ধের চেহারা। এলাকায় পুলিশ টহল। বন দফতরের কর্মীরা না আসায় NH 41জাতীয় সড়ক অবরোধে করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই অবরোধ দীর্ঘক্ষণ চলে। এই অবরোধের জেরে বেপক যানজটের সৃষ্টি হয়।পুর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাড়বহালা, পূর্ব বহালা , তাহালা গ্রামে পাগল হনুমানের তাণ্ডবে এলাকায় আতংক।গ্রামবাসীদের বাড়ির বাইরে বেরোতে হলে হাতে লাঠি সটা নিয়ে বেরোতে হচ্ছে। এখনো প্রযন্ত হনুমানের কামড়ে আহত হয়েছেন প্রায় ২৫ জনের মতো। আহতদের কোলাঘাট ব্লক হাসপাতাল ও তমলুক জেলা হাসপাতালে ও কলকাতার পিজি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এলাকা জুড়ে আতঙ্ক। বাড়ির মধ্যে ঢুকেও তাণ্ডব চালাচ্ছে হনুমানটি। এক গ্রাম থেকে অন্য গ্রামে তাণ্ডব চালাচ্ছে। এলাকায় অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে পারছেনা মানুষ জন। হাতে লাঠি , কাঠারি, চকলেট বোম্ব নিয়ে পাহারা দিচ্ছেন গ্রামের যুবকরা। কর্মজীবী দের গৃহবন্দি হয়ে সময় কাটাতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eleven =