পুলিশি অত্যাচারে আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে” এই অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভ আদিবাসী সমাজের ।
বুধবার সকাল থেকেই বাঘমুন্ডি থানার চড়িদা মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ ।প্রসঙ্গত, অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি ঝালদা থানার আবগারি দপ্তরের হাতে গ্রেফতার হন বাঘমুন্ডি থানার রবিডি গ্রামের আদিবাসী যুবক শিকারি মুড়া। তাকে জেলাআদালতে তোলা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দেন। জেল হেফাজতে থাকাকালীন গত ১৮ ই ফেব্রুয়ারি তার শারীরিক অসুস্থতার কারনে শিকারি মুড়াকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি করে জেল কর্তৃপক্ষ। গত ২০ তারিখ চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় তার।পরিবারের অভিযোগ, আবগারী দপ্তরের কর্মীদের অত্যাচারেই মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর তার পরিবারের লোকেদের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়। আজ বুধবার বাঘমুন্ডি থানার চড়িদা মোড় সংলগ্ন এলাকায় শিকারি মুড়ার মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ ও পরিবারের লোকজন।
অভিযুক্তদের তদন্ত করে শাস্তির দাবির পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের একজনের চাকরির দাবি জানিয়েছেন তারা ।