পুলিশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, অভিযোগ দুই বিজেপি নেতার। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর।

গতকাল কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি অভিযানের ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। পাশাপাশি আরও ২ জন বিজেপি নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। হিরণ চট্টোপাধ্যায়ের মতো শুভেন্দু অধিকারী তিনিও সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ তালেন। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ, এই মর্মে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন দুই বিজেপি নেতা।

তবে কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে কর্তব্যরত পুলিশ অফিসার দাবি করেন, প্রতারণার অভিযোগের তদন্ত করতেই এই অভিযান। আর এবার মেদিনীপুর জুড়ে পুলিশি হানার প্রতিবাদে হাইকোর্টে মামলা করলেন দুই বিজেপি নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =