পুলিশি অভিযানে কেল্লাফতে, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ ডাকাত সর্দার
ডাকাতি করাই ছিল তাদের মুল উদ্দেশ্য, বড়োসড়ো ডাকাতির আগেই ছক বানচাল করল মালদহের চাঁচল থানার পুলিশ। অবশেষে পাকরাও হল দুই ডাকাত। আগ্নেয়াস্ত্র সহ ২ দুই ডাকাত সর্দার কে গ্রেপ্তার করে চাঁচল থানায় নিয়ে আসলো পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার বিহার সীমান্ত এলাকা মল্লিকপাড়ার একটি কলাবাগানে।
এদিকে, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রবিবার ভোরবেলা পুলিশ অভিযানে যায়। তারপরেই কেল্লাফাতে।বাকিদের পকড়া করতে না পারলেও দুজন সশস্ত্র দুষ্কৃতী পুলিশের জালে। এদিকে, পুলিশের প্রাথমিক অনুমান বিহার থেকে ডাকাতদল এসেছিল। তাতে মদত দিচ্ছে বাংলার কয়েকজন দুষ্কৃতী। গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করছে চাঁচল থানার পুলিশ।