পুলিশি ম্যারাথনে, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে পাকড়াও করল মালদার মানিকচক থানার পুলিশ। জরালো অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করতে সক্ষম হয় মানিকচক থানার পুলিশ। আইসি অক্ষয় পালের নির্দেশে গোপন সূত্রের খবরে মোহনা এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায়। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম, বানছু বসাক, কালিন্দ্রী এলাকার বাসিন্দা। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। মোহনা এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে থেকে পুলিশ রবিবার রাতে তাকে পাকড়াও করে তল্লাশি চালায়। আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতী মূলক কাজের উদ্দেশ্যে এ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এই ব্যক্তি। তবে কোন দুষ্কৃতী মূলক কাজ করার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। সম্বর্ধিত কে মালদা জেলা আদালতে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
