পুলিশি ম্যারাথন অব্যাহত, রাতের আঁধারে আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ। রবিবার রাতের আধাঁরে চাঁচলের খরবা এলাকার ফাঁকা জায়গায় ওই যুবক আনাগোনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ সেই মুহুর্তে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই উঠে আসে আসল তথ্য। এরপরে ওই যুবককে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়। চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ জানান, ধৃত যুবকের নাম তমাল দাস(২৩) খরবা এলাকার বাসিন্দা। পুলিশি জেরায় আরোও তথ্য উঠে আসবে তাই সোমবার পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।