পুলিশের উদ্যোগে বাড়ি ফিরল মানসিক ভারসাম্যহীন যুবক।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পুলিশ অক্টোবর মাসের ২৯ তারিখ রাতে মতিগঞ্জ এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় । তাকে জিজ্ঞাসাবাদ করতেই বুঝতে পারেন মানসিক ভারসাম্যহীন এই যুবক । বাড়ি দক্ষিণ দিনাজপুরে, যুবকের নাম শচীন দেবনাথ বয়স ২৯ বছর । তাকে উদ্ধার করে বনগাঁ থানায় রেখে তার বাড়ির খোঁজ চালানো শুরু করে বনগাঁ থানার পুলিশ । খবর দেওয়া হয় হ্যাম রেডিওকে। পুলিশের উদ্যোগে হ্যাম রেডিওর মাধ্যমে মানসিক ভারসাম্যহীন ওই যুবকের দক্ষিণ দিনাজপুরের বাড়িতে খবর পাঠানো হয় । রবিবার সকালে পরিবারের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের ভাই প্রবির দেবনাথ ও মামা বনগাঁ থানায় এসে পৌঁছায় । নতুন জামা কাপড় পরিয়ে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ওই মানসিক ভারসাম্যহীন যুবক শচীন দেবনাথকে । পুলিশের এই ভূমিকায় খুশি যুবকের ভাই ও মামা ।
