পুলিশের গাড়িতে আগুন
পুলিশ কাস্টডিতে থাকাকালীন যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র বরাকর, পুলিশের গাড়িতে আগুন।
পুলিশ কাস্টডিতে থাকাকালীন যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুলটির বরাকরে। মহম্মদ আরমান নামক এক যুবকের মৃত্যু হয় আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে। মঙ্গলবার আরমানের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই খবর পেয়েই ফাঁড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ সোমবার আরমানকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেখানে টর্চার করে। সেই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে আরমানের। বিক্ষোভ ধীরে ধীরে রণক্ষেত্রের চেহারা নেয় বরকার এলাকা। ইটপাটকেল ছোড়া হয় ফাঁড়িতে। দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দোকান বাজার বন্ধ হয়ে যায় সীমানা শহর বরাকরের। এরপর কুলটি থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। জানাগেছে সোমবার রাতে ছিনতাইয়ের অভিযোগ মহম্মদ আরমানকে বাড়ি থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। তারপরেই কীভাবে আরমান জেলা হাসপাতালে পৌঁছালো ও মৃত্যু হল সেই নিয়ে রহস্য রয়েছে। পুলিশ এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেনি। অগ্নিগর্ভ পরিস্তিতি রয়েছে গোটা এলাকা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরাকর পুলিশ ফাঁড়ির দুই জন পুলিশ অফিসার কে সাসপেন্ড করে পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর।