পূর্ণিমার ভরা কটালের জলোচ্ছ্বাসে আবার ভাসলো সাগর দ্বীপ।
গঙ্গাসাগরের বোট খালি, বেগুয়াখালী, বঙ্কিমনগর সহ একাধিক এলাকার চাষ জমি থেকে শুরু করে ঘরবাড়ি ভরে গেছে বাঁধ ছাপানো সমুদ্রের নোনা জলে। নোনা জল ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে ধান, সবজি ও পান চাষের। দীর্ঘদিন অনাবৃষ্টির পর, বৃষ্টি হওয়াতে চওড়া হাসি ফুটেছিল চাষীদের মুখে। কিন্তু বাঁধ ভেঙ্গে নোনা জল ঢোকায় আবার চরম ক্ষতির মুখে চাষিরা।পাশাপাশি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বর ডুবে গেছে নোনা জলে। জল ঢুকে গেছে পূজার সামগ্রী বিক্রির দোকানগুলিতেও। ফলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। অন্যদিকে গঙ্গাসাগরের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞে জারি করেছে প্রশাসন। ফলে চরম সমস্যায় পড়েছে পুণ্যার্থীরাও।
