পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী তালিতপুরে উদ্ধার দুই জার ভর্তি বোমা।

পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী তালিতপুরে উদ্ধার দুই জার ভর্তি বোমা।

এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে আসছে দুর্গাপুর থেকে বোম স্কোয়াড । এলাকায ঘিরে রেখেছে দেওয়ান দিঘি থানার পুলিশ। রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোম ও আগ্নেয়াস্ত্র। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের দেওয়ান দিঘি থানার পুলিশ তালিতের রেললাইনের ধার থেকে দুটি জার দেখতে পায়। তড়িঘড়ি পুলিশ সেগুলো ব্যারিকেড করে ঘিরে দেয় এবং খবর দেয় বোম স্কোয়াডকে। দুপুরের দিকে আসবে দুর্গাপুর থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এরপর বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে।
স্বাভাবিকভাবেই এতগুলো বোম পাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 14 =