পূর্ব বর্ধমানের সমবায় সমিতির দপ্তরে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ চাষীরা ।

পূর্ব বর্ধমানের সমবায় সমিতির দপ্তরে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ চাষীরা ।

কৃষকদের ধান কেনা নিয়ে নানা অনিয়ম করছে সমবায় সমিতি। কৃষকরা ধান বিক্রি করতে এসে বারবার ফিরে যাচ্ছেন। এই অভিযোগ তুলে সমবায় সমিতির দপ্তরে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ চাষীরা । সমবায় সমিতির আধিকারিকদের দীর্ঘক্ষন তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম এক ব্লকের বিল্বগ্রাম গ্রাম পঞ্চায়েতে। বিল্লগ্রাম এসকে ইউএস সমবায় সমিতিতে আজ সহায়ক মূল্যে ধান বিক্রি করতে আসেন এলাকার বহু কৃষক। এসে জানতে পারেন মাত্র কুড়ি জন কৃষকের ধান নেওয়া হবে। কোন কুড়ি জন কৃষকের ধান কেনা হবে তার তালিকা না থাকায় অনিয়ম ও দুর্নীতির গন্ধ পান কৃষকরা। তার পরেই তারা সমবায় সমিতির আধিকারিকদের ঘরে বন্ধ করে তালা দিয়ে দেন।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 4 =