পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মন্তেশ্বর থানার পুলিশ ২২ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মন্তেশ্বর থানার পুলিশ। মোবাইল ফেরত পেয়ে মন্তেশ্বর থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইলের মালিকেরা। মন্তেশ্বর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েক মাস আগেই শুধু নয়, এক দুবছর আগে মন্তেশ্বর থানা এলাকা থেকে মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। সেই সূত্র ধরে মোবাইল ফোন ট্র্যাক করে মোবাইল ফোন গুলি উদ্ধার করে পুলিশ।