পূর্ব মেদিনীপুরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন বিজেপি কর্মী।

পূর্ব মেদিনীপুরে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন বিজেপি কর্মী।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ নম্বর ব্লকের মহম্মদপুর এর ঘটনা।পুজোর রেশ কাটতে না কাটতে চন্ডীপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুরে ১ব্লকের মহম্মদপুরে এক বিজেপি কর্মী খুন।বিজেপি কর্মী চন্দন মাইতি।শনিবার রাতে তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় কেউ বা কারা। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। রাত বেশি গড়িয়ে গেলে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। পরে ভগবানপুর থানায় দলের তরফ থেকে জানালে পুলিশ গিয়ে বিজেপি কর্মীকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে দলের কর্মীরা তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বিজেপির অভিযোগ, আগেও এই ভাবে মারধর করেছিল তৃণমূলের দুস্কৃতিরা।এই মৃত্যুর পিছনে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা জড়িত বলে মনে করছে বিজেপি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 20 =