পূর্ব মেদিনীপুরে বাজ পড়ে মৃত্যু মা ও ছেলের।
পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থানার অন্তর্গত হরিপুর ৫ নম্বর অঞ্চলের অন্তর্গত দেবীপুর গ্রামে বাজ পড়ে মৃত্যু হল মা ও ছেলের। শনিবার রাজ্যের বেশিরভাগ জেলায় দেখা মিলল কালবৈশাখীর। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি এলাকা। বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পূর্ব মেদিনীপুরের দেবীপুর গ্রামে গতকাল কালবৈশাখী ঝড়ে বাজ পড়ে মৃত্যু হলো দুজনের। স্থানীয়রা দুই জনকে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর দুজনের নাম ইন্দিরা দুয়ারী (৫০) এবং ছেলে মিলাল দুয়ারী (৩০)। ঘটনার তদন্তে নেমেছে নন্দীগ্রাম থানার পুলিশ।