পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় ভোটার দিবস’ পালন।
এই বছর দ্বাদশতম বর্ষে পড়ল জাতীয় ভোটার দিবস। ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ভোটদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতেই জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি গঠিত হয় ভারতীয় নির্বাচন কমিশন। নতুন ভোটারদের ভোটদানে উত্সাহিত করতে ২০১১ সাল থেকে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা শুরু হয়। প্রতি বছরের মতো এবারও জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শ্বেতা আগারওয়াল, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি রাজস্ব অনির্বাণ কোলে সহ অন্যান্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিনের অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়।জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়।