পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৪

পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৪

দুই দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। আহত হয়েছেন তিনজন। রবিবার পুরুলিয়া এর নিতুরিয়া এর ঘটনা।
এর মধ্যে একটি ঘটনা সুভাষ সেতুর কাছে। অন্যটি ভামুরিয়া পেট্রল পাম্পের কাছে। পুলিশ সূত্রে খবর পেট্রোল পাম্পের কাছে বাইক নিয়ে রেষারেষি করার ফলে ঘটেছে ঘটনাটি। রবিবার সন্ধেয় দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায়  তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় গুরুতর আহত হয় আরও তিনজন।
আরও জানা গিয়েছে, বাইক আরোহীরা প্রত্যেকেই একটি স্থানীয় বেসরকারি ইস্পাত কারখানার কর্মী। এদিন তাঁরা কাজ থেকে ফিরছিলেন। আর ফেরার পথে দুটি বাইক মিলে রেষারেষি করতে যায়। প্রচন্ড গতিতে একটি বাইক আরেকটিকে ধাক্কা মারে। তীব্র আওয়াজ হয়। সকলেই বাইক থেক ছিটকে পড়েন অনেক দূরে। দুটি বাইকে মোট ৬ জন ছিল। যার মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃতদের নাম শ্রীকান্ত বাউরি, রঘুপতি যাদব এবং মনোজ যাদব। ।  আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় হারমাদি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই ওই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর আহতদের নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
অন্যদিকে, আরেকটি পৃথক দুর্ঘটনায় ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। নিতুরিয়া থানার সুভাষ সেতুর কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সন্তোষ মল্লিক। তার বাড়ি সাঁতুড়ি থানার কিনাইডি এলাকায়। একই থানা এলাকায় দুর্ঘটনায় চারজনের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 13 =