পেঙ্গুলিনের আশ ও চিতা বাঘের চামড়া সহ দুই যুবকে হাতেনাতে পাকড়াও করল বনদপ্তর।
ফের বড়োসড়ো সাফল্য পেল লাটাগুড়ি রেঞ্জের বন কর্মীরা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্র শঙ্খ দত্তর নেতৃত্বে পেঙ্গুলিন ও চিতা বাঘের চামরা সহ দুইজন চোরাচালানকারীকে হাতেনাতে পাকড়াও করে বনকর্মীরা। জানা গিয়েছে,ক্রেতা সেজে সাদা পোশাকে বনকর্মীরা ওত পেতে ছিল। ভুটান থেকে ডুয়ার্সে পাচার হওয়ার পথে ময়নাগুড়ি বাতাবাড়ি এলাকায় দুজন পাচারকারী হাতে নাতে পাকরাও করে বনকর্মীরা। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।ধৃতরা হলেন অনিল নায়েক ও প্রসাদ ওরাও।ধৃতদের বাড়ি ডুয়ার্সের নাগরাকাটা এলাকায়। এদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে বন দপ্তর।