পেট্রল পাম্প ধর্মঘটে বিপাকে যানবাহন চলাচল।
মুর্শিদাবাদের সমস্ত পেট্রলপাম থেকে ডিজেল-পেট্রোল না দেওয়ার কারণে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘট চলছে। বহরমপুরও তার ব্যতিক্রম নয়।এদিন সকালে মুর্শিদাবাদ এর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটর বাইক চালক থেকে ট্যাক্সি চালক এবং পণ্যবাহী গাড়ি গুলি পেট্রোল না পেয়ে ঘুরে যায়। পেট্রোল পাম্প মালিকরা জানাচ্ছেন, বর্ষার সময় পেট্রোলে ইথানল মেশানোর কারণে মাঝেমধ্যেই জল চলে আসছে। ফলে গ্রাহকদের সঙ্গে বিভ্রান্তি শুরু হচ্ছে। সে কারণেই তারা ইথানল না মেশানোর বিরুদ্ধে আন্দোলন করছেন। সেই আন্দোলনের জেরে এক দিনের পেট্রোল পাম্প ধর্মঘট বলে জানাচ্ছেন পেট্রোল পাম্প মালিকরা।