পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামপুর শহরের এক পেট্রোল পাম্পের সামনে মহিষের গাড়ির উপরে বাইক চাপিয়ে এক অভিনব প্রতিবাদ দেখাল ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের সদস্যরা । জানা গিয়েছে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি প্রতিবাদে বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রেট্রোল পাম্প গুলিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সফল করতে ইসলামপুর শহরের এক পেট্রোল পাম্পের সামনেও এক অভিনব প্রতিবাদ দেখানো হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি ৫০ টাকা কর কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে নিয়ে নিচ্ছে এবং সেই টাকা রাজ্যের উন্নয়ন মূলক কাজে না দিয়ে তারা নিজেদের দলের কর্মসূচিতে খরচ করার অভিযোগে এক অভিনব প্রতিবাদ দেখাল যুব তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হুসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস, ছাত্র পরিষদের সহ সভাপতি মকসুদ আলম সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।