পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া,কেরোসিনে মোবিল মিশিয়ে রাস্তায় নামল বাস।
পেট্রোল ও ডিজেলের মূল্য প্রতিদিনই বেড়ে চলেছে। সম্প্রতি কিছুটা কমলেও তাও নাগালের বাইরে। রাস্তায় পর্যাপ্ত সংখ্যক যাত্রীও পাচ্ছেন না বাহন চালকেরা। লোকসান থেকে মুক্তি পেতে ডিজেল না কিনতে পেরে মোবিল ও কেরোসিন মিশিয়ে রাস্তায় বাস নামাচ্ছেন মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের বাস চালকেরা। অনেকেই লোকসান সামাল দিতে না পেরে বন্ধ করেছেন বাস। স্বাভাবিক পরিস্থিতিতে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে প্রায় ৪০০ বাস যাতায়াত করে। কিন্তু করোনা লকডাউন সহ একাধিক কারণে এই পরিসেবার ক্ষেত্রে ঘাটতি দেখা দিয়েছিল। পর্যাপ্ত যাত্রী না থাকা ও সময়ে ইএমআই না দিতে পারার কারণে বহু বাস মালিক বাস বন্ধ করে দিয়েছেন। নতুন করে বিপদ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি। এই সমস্ত কারণে এই মুহূর্তে আড়াইশো বাস চলাচল করছে, তাও অনিয়মিত। পরিস্থিতি ভয়ানক বলেই জানালেন বাস মালিকরা।
