পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি, বাইক হাঁটিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল প্রার্থীর।
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।সঙ্গে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বিপাকে পড়েছে আমজনতা।মধ্যবিত্তের হেঁসেলে লেগেছে আগুন।বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় খেটে খাওয়া পরিবার গুলোতে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি বিভীষিকার চেহারা নিয়েছে।যাদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা; গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের পক্ষে ঠিকমতো রান্না করাও দুষ্কর হয়ে উঠছে।অন্যদিকে নৌকা, লঞ্চের মতো একাধিক জলযান, যেগুলি সুন্দরবনের গতিকে বৃদ্ধি করে। যাতে নদীমাতৃক সুন্দরবনের কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে।জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে সেই সমস্ত লঞ্চ মালিকরাও।আর এরই প্রতিবাদে এদিন বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার বাসন্তী হাইওয়ের সরবেড়িয়াতে প্রচারের ফাঁকে বাইক ঠেলে ও হাঁটিয়ে নিয়ে অভিনব প্রতিবাদে সামিল সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো। তার সঙ্গে ছিলেন সন্দেশখালি তৃণমূল কংগ্রেসে আহ্বায়ক শেখ শাহজাহান ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।এই মিছিলে পা মেলান অসংখ্য মহিলারাও। বিশেষ করে গ্যাসের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন, সেই মহিলারা প্রতীকী সিলিন্ডার নিয়ে বাসন্তী হাইওয়েতে মিছিলে সামিল হন।এক অভিনব প্রচার ও প্রতিবাদের সাক্ষী থাকল সুন্দরবনবাসী।