পেট্রোল পাম্প থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি,লুঠ প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা।
ডাকাতির ঘটনা ধরা পড়লো সিসি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত সাড়ে ১২টা নাগাদ। একটি চারচাকা গাড়ি নিয়ে হাজির হয় ৪ দুঃস্কৃতি।জাতীয় সড়কের উপর গাড়ি রেখে পাম্পে ঢুকে কর্তব্যরত কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ড্রয়ারে থাকা ১ লক্ষ ৯০ হাজার টাকা লুঠ করে পালিয়ে যায়। যাওয়ার আগে ব্লাঙ্ক ফায়ার করে ডাকাত দল বলেও অভিযোগ। গোটা ঘটনা ধরা পড়ে পাম্পে লাগানো সিসি ক্যামেরায়। ঘটনার তদন্তে রাজাপুর থানার পুলিশ।
