পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের
কেন্দ্র সরকারের জনপ্রতিনিধি নীতি ও পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। সোমবার চাপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাপরা বাঙালঝি বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিল। এরপর চাপরা ব্লকের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ মিছিল করে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। এই বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, একদিকে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ক্রমশই বেড়ে চলেছে। তাই কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে সরবহয়েছে তারা ।
