পেশ হলো রাজ্য বাজেট,কি কি থাকছে বাজেটে?
আজ রাজ্য বিধানসভায় পেশ করা হলো রাজ্য বাজেট।ভাষণ রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য।বাজেটের মাধ্যমে কতটা লাভবান হবেন সাধারণ মানুষ।কী কী রয়েছে বাজেটে আজকের বাজেটে?রাজ্যের সকল মানুষের কথা মাথায় রেখে এই বাজেট করার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর।
রাজ্য সরকারি কর্মীদের ৩% DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের।সমস্ত পেনশন প্রাপকদের জন্যও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি।
১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণ প্রকল্প চালু করবে রাজ্য সরকার।তার জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।
হাওড়ায় ঢালাই শিল্পের উন্নয়নে ফাউন্ড্রি পার্ক তৈরি হবে।
জমি-বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। সময়সীমা আরও ৬ মাস বাড়ানো হয়েছে। প্রায় সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে।
এবারের নতুন প্রকল্পে মৎস্যজীবীদের অকাল প্রয়াণে তাদের পরিবারকে ২লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে উল্লেখ করা হয়েছে বাজেটে।
১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের অধীন নিয়ে আসা হয়েছে।
৩ লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে,উপকৃত ৯ কোটির বেশি মানুষ।
জিএসটি রিটার্ন ৭০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে, জিএসটি বাবদ রাজস্ব বৃদ্ধি ২৪.৪৬ হয়েছে।
স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ হিসেবে ১৩ হাজার ৬৬০ কোটি টাকা দেওয়া হয়েছে, বরাদ্দ বেড়েছে ২৫ গুণ।
যেখানে দেশে ২০২৩-২৪-এ আর্থিক বৃদ্ধি ৬.৯৫ হবে বলে মনে করা হচ্ছে,সেখানে বাংলায় ৮.৪১ শতাংশ করা হয়েছে।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,আগামী মার্চ মাস থেকেই অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকরা।এই সুবিধা শিক্ষক-অশিক্ষক কর্মচারিদের পাশাপাশি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। নতুন করে ৩ শতাংশ মহার্ঘ ভাতা দিতে গিয়ে রাজ্য কোষাগার থেকে বাড়তি খরচ হবে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা বলে জানান তিনি।