পৌরসভার সামনে পুরো কর্মীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে।
মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ হাজরা (৫৬)।সোমবার সকালে বহরমপুর পৌরসভার সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর,বিশ্বজিৎ হাজরা পৌরসভার সরকারি কর্মী ছিলেন। এদিন সকালে স্বামীর মৃত্যুর খবর পেয়ে পুরসভায় ছুটে আসেন স্ত্রী মালা হাজরা। পুরসভার সামনে মৃতদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। মালা হাজরা বলেন, কয়েক মাস ধরে তার সঙ্গে কোন যোগাযোগ ছিল না স্বামীর। অতিরিক্ত পরিমাণে মদ্যপান করতেন তার স্বামী ।তবে কিভাবে মৃত্যু হলো সেটা এখনই বোঝা যাচ্ছে না । জানা গেছে ,রবিবার রাত্রে ওই পৌরকর্মী পৌরসভার মধ্যেই ঘুমাচ্ছিলেন। কিন্তু মাঝ রাত্রে ঠান্ডার মধ্যে বাইরে বেরিয়ে মেঝেতে পড়ে মৃত্যু হয়েছে ওই পুরো কর্মীর বলে মনে করা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
