পৌরসভা ভোট যত এগিয়ে যাচ্ছে ততবেশি বিরোধী শক্তিতে ভাঙ্গন ধরেছে।
বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের বালতি এলাকায়। সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভায় সিপিএম থেকে ৭০০ জন তৃণমূলে যোগদান করলেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনার সভাধিপতি তথা স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তসী ব্যানার্জি, বাদুড়িয়ার বিধায়ক কাজী আবদুর রহিম দিলু, সরুপনগর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ রমেন সরদার, অঞ্চল সভাপতি ইলিয়াস সর্দার সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। রবিবার রাত্রিবেলা তৃণমূলে যোগদান করেন সিপিএম নেতা কর্মী-সমর্থকরা। দলত্যাগী সিপিএম নেতা সাফেদ সরদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হতে তারা দলে যোগদান করেছেন।
