পৌর নির্বাচনী দেওয়াল লিখন শুরু করলেন দিলীপ ঘোষ
দিনভর একাধিক কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে মেদিনীপুর শহরে প্রাতঃভ্রমণ সেরে শহরের অশোকনগর এলাকায় চা-চক্র জনসংযোগ করেন। পরে পৌর নির্বাচনী দেওয়াল লিখন শুরু করেন নিজে হাতে।এদিন রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে তেমন কিছু না বললেও বিষয়টা উদ্বেগের বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন-” বিশেষ বিশেষ ব্যক্তিরা করণা সংক্রমিত হচ্ছে। মন্ত্রী থেকে খেলোয়াড় বিশিষ্ট ব্যক্তি সকলেই সবার আগে করোনা সংক্রামিত হচ্ছেন। সবথেকে বেশি উদ্বেগের চিকিৎসকরা যেভাবে করোনা সংক্রামিত হয়েছেন। সাবধান হতে হবে।”
তবে এদিন সকালে জয়প্রকাশ মজুমদার দের গোপন বৈঠক নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন-” মিটিং করতেই পারে যে কেউ। সকলেই তো আমাদের মতো রাস্তার ওপর মিটিং করেন না। যে কেউ চা খেতে ডাকতে পারেন, যেহেতু আমাকে ডাকেনি তাই মিটিঙে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। উনাদেরকে জিজ্ঞেস করতে পারেন কেন কিসের মিটিং ছিল। “