প্যারালিম্পিক্সে ফের সোনা জয় ভারতের ।
প্যারালিম্পিক্সে এল আরও এক সোনার পদক। শ্যুটিং থেকে সোনা ও রুপো জয় ভারতের। মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনা জয় মনীশ নারওয়ালের।একই ইভেন্টে রুপো জয় সিংহরাজ আধানার । সব মিলিয়ে চলতি প্যারালিম্পিক্সে ১৫টি পদক জয় ভারতের।হরিয়ানার কাথুরা গ্রামের বাসিন্দা মণীশ নারওয়াল মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস গড়লেন। মণীশ তাঁর প্রথম দুটি শটেই মাত্র ১৭.৮ স্কোর করেছিলেন। কিন্তু এরপর নাওয়াল দুরন্ত প্রত্যাবর্তন করেন। পাঁচটি শটের পর নারওয়াল প্রথম তিনে জায়গা করে নেন। পাঁচটি শটের পর তাঁর স্কোর ছিল ৪৫.৪। ১২ শটের পর মণীশ নারওয়াল ১০৪.৩ স্কোর করে পঞ্চম স্থান বজায় রাখেন।অন্যদিকে, সিংহরাজ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছিলেন। ১৪ তম শটের পর সিংহরাজ চার নম্বরে ছিলেন সিংহরাজ। ১৪ তম শটের পর ফাইনাল ইভেন্টে মাত্র ছয় খেলোয়াড় ছিলেন। তাঁদের মধ্যে ভারতের দুজন সিংহরাজ ও মণীশ নারওয়াল।