প্রকাশিত হলো ২০২২ এর মাধ্যমিকের ফলাফল।

প্রকাশিত হলো ২০২২ এর মাধ্যমিকের ফলাফল।

এবার মাধ্যমিকের ফলপ্রকাশ হলো পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়।পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। এ বছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ।স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন। রাজ্যে প্রথম স্থানে দুই পড়ুয়া।৬৯৩ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল।পরীক্ষায় দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার এবং রৌনক মণ্ডল নামের আরও এক ছাত্র। তৃতীয় স্থান পেয়েছে অনন্যা দাশগুপ্ত।

৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে অভিষেক দত্ত। শ্রুতর্ষি ত্রিপাঠি, কলকাতার পাঠভবন স্কুলের ছাত্রও ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানে রয়েছে। আবার ঝাড়গ্রামে পৌলমী বেরাও পঞ্চম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।
ষষ্ঠ স্থানে ৬ জন। হুগলির নিরুপম দাস ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আরামবাগের সম্পূর্ণা নন্দী ৬৮৮ পেয়ে ষষ্ঠ।আসানসোলের সৈকতকুমার গঙ্গোপাধ্যায় ৬৮৮ পেয়ে ষষ্ঠ। পূর্ব মেদিনীপুরের প্রতীক মাইতি ৬৮৮ পেয়ে ষষ্ঠ স্থানে। ১০ জন সপ্তম স্থান অধিকার করেছেন।

আগামী বছর ২০২৩ এর ২৩ শে ফেব্রুয়ারি হবে মাধ্যমিক পরীক্ষা।শেষ হবে ৪ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 7 =