প্রকাশিত হল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার ফলাফল।

প্রকাশিত হল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার ফলাফল।

করোনা পরিস্থিতিতে প্রকাশিত হলো এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষাও নেওয়া হয়নি।বিশেষ পদ্ধতিতে নম্বর দেওয়া হয়েছে এবছর।মেধাতালিকা প্রকাশ করা না হলেও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯। মুর্শিদাবাদের এক ছাত্রী পেয়েছেন সেই সর্বোচ্চ নম্বর।তবে এই নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।৮ লক্ষ ১৯ হাজার ২০২ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে এদিন।পাশের হার ৯৭.৬৯ শতাংশ।ছেলেদের পাশ হার ৯৭.৭০ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৭.৭ শতাংশ।৬০ শতাংশ অর্থাৎ ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ।উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হলেও মাধ্যমিকের মতোই প্রকাশিত হবে না মেধা তালিকা।উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে,
শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড।সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − twelve =