প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল।পরীক্ষার ২০ দিনের মাথায় জয়েন্টের ফল প্রকাশিত হল। এদিন পর্ষদের তরফে জানানো হয়, ‘৯৯ শতাংশের উপর পরীক্ষার্থী সফল হয়েছেন। ৭৪ শতাংশ ছাত্র, ২৬ শতাংশ ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। ২৩ শতাংশ পরীক্ষার্থী এসেছিলেন রাজ্যের বাইরে থেকে।’ প্রথম স্থানাধিকারী রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌম্যজিত দত্ত। তৃতীয় হয়েছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র ব্রতীন মণ্ডল।শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবছরে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রবেশিকার ফল ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদ।এবছর জয়েন্ট এন্ট্রান্সের জন্য নথিভুক্ত করেছিলেন ৯২ হাজার ৬৯৫ পরীক্ষার্থী। কোভিড পরিস্থিতিতেও ৭১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। সংখ্যায় যা ৬৫ হাজার ১৭০ জন।তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ১০৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − four =