প্রকাশ্যে আগ্নেয় অস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গ্রেফতার যুবক।
প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট,আর সেই ছবির সূত্র ধরেই সোমবার ভোররাতে মগরাহাটের বিলন্দপুর খালপাড়া থেকে গ্রেফতার হল ইমরান খান নামে এক যুবক। পুলিশ সূত্রে খবর সোশ্যাল মিডিয়াতে প্রথমে ওই ছেলেটিকে অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। এরপর ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনদের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ওই মোবাইলের সূত্র ধরে মগরাহাটে পৌঁছে গ্রেপ্তার করে ওই যুবককে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে উস্তি মগরাহাট এর বিভিন্ন এলাকা থেকে মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়াও উদ্ধার রয়েছে দুটি কার্তুজ ও বেশ কয়েকটি তাজা বোমা। এই ঘটনার ওই যুবককে জিজ্ঞাসাবাদের পর আরও দু’জনকে উস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার সাথে আরো কেউ জড়িয়ে আছে কিনা সে বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
