প্রচারে বেরিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ফিরদৌসী বেগম।

প্রচারে বেরিয়ে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ফিরদৌসী বেগম।

রাজনীতির ময়দানে বর্তমানে একটাই স্লোগান ‘খেলা হবে’৷ ঠিক সেইসময় ব্যাট হাতে মাঠে নেমে ফিরদৌসী বেগমও জানালেন যে এবার ‘খেলা হবে’।রাজপুর সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একদিনের ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।খেলার মাঠে উপস্থিত হয়ে এদিন নির্বাচনী প্রচার সারলেন তিনি।উপস্থিত দর্শকদের হাতে তুলে দিলেন সরকারের রিপোর্ট কার্ড। ২০১১ সাল থেকে টানা এই কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। দল তাকে প্রার্থী ঘোষণা করার পরেই তিনি নেমে পড়েছেন প্রচারে৷ইতিমধ্যেই দুবেলা প্রচার শুরু করে দিয়েছেন তিনি। তার লক্ষ্য প্রতিটি মানুষের কাছে পৌঁছোনো।তার বক্তব্য ,সমাজের সব স্তরের মানুষের জন্য উন্নয়ন করা হয়েছে। তার বিধানসভা এলাকাতেও তার ব‍্যতিক্রম হয়নি৷সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা পেয়েছেন তার বিধানসভা এলাকার বাসিন্দারা।বিজেপি নেতারা যেভাবে রাজ্যের বদনাম করে চলেছেন এবং মহিলাদের অসম্মান করছেন বাংলার মানুষ তার জবাব দেবেন৷
অপরদিকে নির্বাচনী প্রচারে বেরিয়ে ব্যাট হাতে ফিরদৌসী বেগমের মাঠে নেমে পড়ার ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি৷দক্ষিণ ২৪ পরগনা বিজেপি বারুইপুর পূর্ব সাংগঠনিক সভাপতি সুনীপ দাস বলেন, ‘নাম ঘোষণার আগেই তিনি ফুটবল খেলেছিলেন।নাম ঘোষণার পর তিনি ক্রিকেট খেলছেন। নির্বাচনের ফল ঘোষণার পর তাকে বাড়িতে বসে লুডো খেলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + six =