গত বুধবার রাতে বাড়ি ফেরার সময় এক দম্পতি নিজেদের বাড়ির সামনে একদল যুবককে মদ্যপান করতে দেখে সেই ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ এরপরই মদ্যপ যুবকরা চড়াও হয় ঐ দম্পতির উপর। তাঁদেরকে বেধড়ক মারধরের পাশাপাশি মহিলার শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ । মোবাইল ফোন কেঁড়ে নিয়ে তা ভেঙেও দেওয়া হয়। বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় দুজনকে। এছাড়াও প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা। কোনমতে স্থানীয় মানুষের হস্তক্ষেপে রক্ষা পান ঐ দম্পতি। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত মালঞ্চ মাহিনগর এলাকায়। এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। অভিযোগের ভিত্তিতে একজন গ্রেফতার হলেও বাকি ছয় সাতজন অভিযুক্ত পলাতক। আক্রন্তদের দাবি, দিনের পর দিন এই এলাকায় মদ, গাঁজা সহ অন্যান্য নেশার পাশাপাশি সাট্টা, জুয়ার ঠেক চলছে এ বিষয়ে পুলিশ প্রশাসন কিম্বা স্থানীয় কাউন্সিলর কোন উদ্যোগ নিচ্ছেন না এগুলো বন্ধ করার। উল্টে প্রতিবাদ করলেই আক্রান্ত হতে হচ্ছে অভিযুক্তদের হাতে। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত ঐ দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 6 =