প্রতিদিন নয় স্কুল, প্রকাশিত হল নয়া নির্দেশিকা।

করোনার ভয় কাটিয়ে রাজ‍্যে খুলেছে প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।কিন্তু স্কুল খুললেও এখনও আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা।ইতিমধ‍্যেই করোনাকালে ক্লাসে পড়ুয়াদের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছিলেন অভিভাবকদের একাংশ।পড়ুয়াদের সংখ‍্যা কম থাকায় শিক্ষকদের মধ‍্যেও আলোচনা চলছিল।সমস্ত বিষয় মাথায় রেখে নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সপ্তাহের প্রত্যেক দিন যেতে হবে না স্কুলে।জোড়-বিজোড়ে ভাগ করে ক্লাস করানো হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম, দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে সোম, বুধ এবং শুক্রবার। নবম ও একাদশ শ্রেণীর ক্লাস হবে মঙ্গল এবং বৃহস্পতিবার।শনিবার কোনও ক্লাস হবে না।বহু দিন পর পুরনো ছন্দে ফিরেছে রাজ্যের স্কুলগুলি। দীর্ঘদিন পর আসতে পেরে খুশি পড়ুয়ারা।সকাল ১০.৫০ থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত থাকছে ক্লাসের সময়সীমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − thirteen =