উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ১ নম্বর ব্লক এ সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদন্ডী গ্রামে রাজ্য প্রতিবন্ধী সেবা সংঘের উদ্যোগে প্রতিবন্ধীদের কর্মশালা হলো। সেখানে একদিকে তাদের হাতের কাজের জন্য সার্টিফিকেট তুলে দেয়া হলো। অন্যদিকে তাদের বিভিন্ন ছোট ক্ষুদ্র কুটির শিল্পের নানা রকম প্রশিক্ষণের মধ্য দিয়ে এই সমাবেশ হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার প্রতিবন্ধীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সেখানে যেমন দুস্থ প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে এই প্রতিবন্ধীরা যাতে সরকারি প্রকল্পের সুবিধা পায় তার আশ্বাস দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল বসিরহাট ১ নম্বর ব্লকের পুর্তের কর্মদক্ষ শফিকুল দফাদার স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রক্তিম ইসলাম মন্ডল. সভাপতি চৈতালি মন্ডল। সারা রাজ্য প্রতিবন্ধী সেবা সংঘের প্রায় এক লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মহিলা পুরুষ রয়েছে, তাদেরকে এক ছাতাযর তলায় এনে তাদের হাতে-কলমে একদিকে কর্মসংস্থান দেওয়া অন্যদিকে বাড়িতে বসে নিজেরাই কুটিরশিল্পের মধ্য দিয়ে আত্মনির্ভর হওয়ার তার ডাক দিলেন রাজ্য প্রতিবন্ধী সেবা সংঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − ten =