“প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখলেন না স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ”ক্ষোভ উগরে দিলেন বিভীষণ হাঁসদা।

“প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখলেন না স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ”ক্ষোভ উগরে দিলেন বিভীষণ হাঁসদা।

ঠিক এক বছর আগে রাতারাতি প্রচারের আলোতে এসেছিল বাঁকুড়ার চতুরডিহি আদিবাসী গ্রাম।গত বছরের ৫ নভেম্বর এই গ্রামের আদিবাসী পরিবার বিভীষণ হাঁসদার বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।প্রায় ঘন্টা খানেক কাটিয়ে ছিলেন আদিবাসী পরিবারের সাথে। কেন্দ্রের স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ এক দরিদ্র আদিবাসী বাড়ির দাওয়ায় বসে বাড়ির গৃহকর্তাকে পাশে বসিয়ে দুপুরের আহার সেরেছিলেন। সীমিত সময়ের মধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের মেয়ের চিকিৎসা ও পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি করেছিলেন বিভীষণ। বিভীষণ হাঁসদার দাবি, সে দিন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর মেয়ের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন দিল্লী এইমস হাসপাতালে এবং মেয়ের ঔষধ সহ যাবতীয় সাহায্য করার কথা বলেছিলেন তিনি। দরিদ্র দিনমজুর আদিবাসী বিভীষণ হাঁসদার পরিবার এক বছর আগে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের প্রতিশ্রুতিতে বুকে বল পেয়েছিলেন। কিন্তু কেটে গেছে এক বছর প্রতিশ্রুতি বাস্তবে আর পরিণত হয়নি। কথা দিয়ে কথা রাখেননি অমিত শাহ ও তার দল।তাই ক্ষোভ উগরে দিয়ে বিভীষণের দাবি তিনি রাজনীতির শিকার হয়েছেন। অনেকেই এসেছে, দিয়েছে প্রতিশ্রুতি কিন্তু কেউ তা পালন করলেন না। সব প্রতিশ্রুতি ভুলে এখন দিনমজুরের রুজি থেকেই মেয়ের চিকিৎসা করাচ্ছেন বিভীষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − four =