প্রতিশ্রুতি পূরণ বিধায়কের

বিধানসভা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তারা মা কলোনি থেকে সমন্বয় পল্লী রাস্তা কাঁচা রাস্তা পাকা করে দেবেন বলেছিলেন‌ শণিবার থেকে রাস্তার কাজ শুরু হলো। জেলা পরিষদের আর্থিক সহায়তায় এ রাস্তা কাজ শুরু হলো ।ওই এলাকাটি ১৯ এবং ১৫ নম্বর ওয়ার্ডে পড়ে ।তাই আজ সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সিউড়ি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান প্রণব কর ও আধিকারিকরা রাস্তার কাজ খতিয়ে দেখলেন। বহুদিনের ওই এলাকার মানুষের দাবি অবশেষে পূরণ হলো বহুদিন ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের রাস্তায় কাদা জমতো মানুষের চলাচলের প্রচন্ড অসুবিধা হতো। নতুন রাস্তা পেয়ে এলাকার মানুষ খুশি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =