প্রতি বছরের তুলনায় পূর্বস্থলীতে বিদেশী পাখির সংখ্যা অনেক কম।

প্রতি বছরের তুলনায় পূর্বস্থলীতে বিদেশী পাখির সংখ্যা অনেক কম।

প্রতি বছরই শীত শুরুর আগেই পূর্বস্থলীর চুপি চরে হাজির হয় সুদূর সাইবেরিয়া থেকে প্রায় ২৫ টি প্রজাতির বিদেশি পাখি।এবছরও পাখি আসতে শুরু করেছে তবে তুলনায় অনেক কম।
ইতিমধ‍্যেই ছাড়ি গঙ্গা পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি জল পরিষ্কার করায় খাবারের অভাব হওয়ায় পাখির সংখ‍্যা কম।পাখি কম আসার আরেকটি কারণ হলো শীত সেভাবে পড়েনি।শীত বাড়লে আরো পাখি আসবে বলে মনে করছেন পর্যটক থেকে পরিবেশপ্রেমীরা।প্রতি বছর শীতের মরসুমে বক্স বাজিয়ে পিকনিক করায় অসুবিধায় পড়তে হয় পাখিদের।এ বছর তাই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =