শুক্রবার মালদহের জেলার হরিশ্চন্দ্রপুরে হরিশ্চন্দ্রপুর থানার বিপরীতে ব্যবসায়ী সমিতির অফিসে এই কার্যক্রম হয়।ছোট ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন দেওয়া হলো খাদ্য সুরক্ষা দপ্তরের অধীনে। প্রথমবারই ভালো সারা পাওয়া গেল ব্যবসায়ীদের পক্ষ থেকে।মূলত ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এই উদ্যোগ খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। যাতে তারা ক্রেতাদের সেই ভরসা দিতে পারে। যাদের মাসিক ব্যবসা এক লক্ষ টাকা বা তার কম সেই সব ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন এর আওতায় পড়ছেন। যাদের ব্যবসা এক লক্ষ টাকার বেশি মাসে তারা ফুড লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এছাড়াও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান করা হলো। এর মাধ্যমে বড় ছোট সকল ব্যবসায়ীকে এক ছাতার তলে আনা যাবে। আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া, ডাবলু রজক, সাগর দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা।
হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া বলেন, আজ আমাদের এলাকার ওষুধ ব্যবসায়ী হোটেল খাবারের দোকান সহ বিভিন্ন ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হলো। ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। খাদ্য সুরক্ষা দপ্তরের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। প্রায় ১০০ জনের বেশি ব্যবসায়ী আজ এই ক্যাম্পে ছিলেন।
চাঁচল মহকুমার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ডক্টর রাহুল মন্ডল বলেন, আজকে রেজিস্ট্রেশন মেলা ছিল। মূলত যেসব ব্যবসায়ীদের মাসিক লেনদেন এক লক্ষ টাকার নিচে তাদের রেজিস্ট্রেশন প্রদান করা হলো। ব্যবসায়ীদের মধ্যে ভাল রকম সারা ছিল। এখানে প্রথমবারের মতো হলো। পরবর্তীতেও করার লক্ষ্য আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =