প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ। তার জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আপাতত দিল্লি বিমানবন্দরের ১ নং টার্মিনালটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিভাগ।
জানা গিয়েছে, শুক্রবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে ১ নং টার্মিনালের ছাদের একটা বড় অংশ। ছাদের পাশাপাশি সেখানকার একটি থামও ভেঙে পড়ে। বিমানবন্দরের ওই অংশে মূলত গাড়ি পার্কিং করা হয়। ছাদ ভেঙে পড়ার সময়ে সেখানে বহু গাড়ি এবং ক্যাব ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িগুলো।