প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আচমকা জ্ঞান হারান বাড়িতে, তড়িঘড়ি আনা হয় AIIMS-এ, পৌনে দু’ঘণ্টায় সব শেষ, চলে গেলেন মনমোহন , বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবারই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করানো হয়। রাতে হাসপাতালেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের রাজনৈতিক মহল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : দেশের বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিং জি-এর মৃত্যুতে শোকাহত। তিনি অর্থমন্ত্রী-সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। যা বছরের পর বছর ধরে আমাদের দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী ছাপ রেখে গিয়েছে। সংসদে তাঁর হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনযাত্রার উন্নয়নে অনেক কাজ করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। তিনি যে আর্থিক সংস্কারের সূচনা করেছিলেন তা প্রশংসিত। দেশ তাঁর অবদান মনে রাখবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।