প্রয়াত মিলখা সিংহ
শুক্রবার রাত সাড়ে এগারোটায় থেমে গেল তাঁর জীবনের দৌড়। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চারবারের চেষ্টার পর ১৯৫১-তে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। যোগদানের সময় তিনি ক্রস-কান্ট্রি রেসে ষষ্ঠস্থানে ছিলেন। সেজন্য সেনা তাঁকে খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছিল। এরপর সিকান্দরাবাদে ইএমই সেন্টার দৌড়বীর হিসেবে তাঁর প্রতিভার পরিচয় পাওয়া যায়। সেখান থেকেই প্রকৃতপক্ষে তাঁর কেরিয়ার শুরু হয়।